ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাড়িতে হামলা চালিয়ে স্কুলছাত্রী অপহরণ

প্রকাশিত: ১১:২৮ এএম, ২৩ এপ্রিল ২০১৫

বাড়িতে হামলা চালিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করেছে একদল সন্ত্রাসী।

বুধবার গভীর রাতে নীলফামারীর ডিমলা উপজেলা সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ডিমলা থানায় ৬ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, ডিমলা জেলা পরিষদ স্কুলের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী স্কুলে যাওয়ার পথে এলাকার চিহ্নিত বখাটে যুবকরা প্রতিনিয়ত তাকে উত্ত্যক্ত করতো। উত্ত্যক্ত করার বিষয়টি ওই স্কুলছাত্রী তার পরিবারের লোকজনকে জানালে বিষয়টি এলাকার অনেকেই জেনে যায়। এই ঘটনায় বখাটেরা ক্ষিপ্ত হয়ে বুধবার গভীর রাতে তার বাড়িতে হামলা চালিয়ে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে অপহরণ করে।

ওই স্কুলছাত্রীর জাগো নিউজকে জানান, সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেন (১৮), মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে রফিজুল ইসলাম (২০), দেলোয়ার হোসেনের ছেলে শামীম (১৮), আমির হোসেনের ছেলে আলিয়াজ হোসেন (২২), রাসেল হোসেন (২৫) ও দক্ষিণ সুন্দর খাতা গ্রামের মৃত ছলি মামুদের ছেলে হামিদুল ইসলাম (২০) তার বাড়িতে অস্ত্রসহ হামলা চালিয়ে তার মেয়ে মুক্তা বেগমকে অপহরণ করে।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমিন খান জাগো নিউজকে জানান, অপহরণের শিকার ছাত্রীর বাবা লিখিতভাবে ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমজেড/এমএএস/আরআইপি