ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লামায় বুনো হাতির আক্রমণে নিহত ১

প্রকাশিত: ০৬:১৯ এএম, ০৬ এপ্রিল ২০১৭

বান্দরবানের লামার আজিজনগর ইউনিয়নে বুনোহাতির আক্রমণে তোতা মিয়া (৬০) নামে একজন নিহত হয়েছেন। তোতা মিয়া পেশায় কৃষক। তোতা মিয়া মুসলিম পাড়ার বাসিন্দা মৃত আনসার আলীর ছেলে।

বুধবার গভীর রাতে ইউনিয়নের হিমছড়ি পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বুধবার গভীর রাতে কৃষক তোতা মিয়া বাড়ির পাশে হাতির পাল নেমেছে শুনে নিজের জমির ধান পাহারা দিতে যান। পরে হাতি তাঁড়াতে গিয়ে বুনো হাতির আক্রমণে ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় বুনো হাতির দল ওই এলাকার ফসলের খেত নষ্ট করে।

আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. লিয়াকত আলী বলেন, বুনো হাতির আক্রমণে তোতা মিয়ার মৃত্যু হয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

সৈকত দাশ/এফএ/আরআইপি