টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত : তদন্ত কমিটি গঠন
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশনে লালমনি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেলওয়ের পাকশী বিভাগীয় কর্তৃপক্ষ ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।
রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মহসিনকে আহ্বায়ক এবং বিভাগীয় প্রকৌশলী-২ আসাদুল হক, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী শেখ হাসানুজ্জামান ও বিভাগীয় সংকেত প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালকে সদস্য করে এই কমিটি গঠন করা হয়।
এদিকে লালমনি এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় লাইনচ্যুত ইঞ্জিন ও ৩টি কোচ উদ্ধার করে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে পাকশী থেকে ভোরে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ভোর ৩টায় টাঙ্গাইলের পাথাইলকান্দি রেলক্রসিংয়ের কাছে এই দূুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা শওকত জামিল মহসিন। তিনি বলেন, যত দ্রুত সম্ভব লাইন চালুর চেষ্টা করা হচ্ছে।
এই দুর্ঘটনার ফলে ধুমকেতু এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, ঢাকা মেইল, রংপুর এক্সপ্রেস ও দ্রুতযান বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। ফলে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
আলাউদ্দিন আহমেদ/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ২ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৩ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৪ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না
- ৫ দেশ পরিচালনায় তিন শর্তে ঐক্যের ডাক দিলেন জামায়াত আমির