ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই

প্রকাশিত: ১০:২৯ এএম, ০৬ এপ্রিল ২০১৭

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার আনন্দবাজারে এ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

বিশ্বম্ভরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে আকস্মিকভাবে বাজারের মকবুল মেকানিকের দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনের লেলিহান শিখা মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়লে বাজারের ৯টি দোকান ঘর পুড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে কমপক্ষে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। তবে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।

রাজু আহমেদ রমজান/এআরএ/পিআর