ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে ইংরেজি প্রথমপত্রে অনুপস্থিত ১১৬৭, বহিষ্কার ৭

প্রকাশিত: ১০:৩৭ এএম, ০৬ এপ্রিল ২০১৭

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজি প্রথমপত্রে অনুপস্থিত ছিল ১১৬৭ জন। এছাড়াও বহিষ্কার করা হয়েছে সাত পরীক্ষার্থীকে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করা হয়।

প্রথমপত্র পরীক্ষায় ৯৯ হাজার ৮১৬ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা থাকলেও অংশগ্রহণ করে ৯৮ হাজার ৬৪৯ জন পরীক্ষার্থী। অনুপস্থিত রয়েছে ১১৬৭ জন পরীক্ষার্থী।

এর মধ্যে রংপুরে ১৭৯ জন, গাইবান্ধায় ১৭৪ জন, নীলফামারীতে ১৪৪ জন, কুড়িগ্রামে ১৪৮ জন, লালমনিরহাটে ৯০ জন, দিনাজপুরে ২৮৯ জন, ঠাকুরগাঁওয়ে ১০৯ জন ও পঞ্চগড়ে ৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

অপরদিকে, অসদুপায় অবলম্বনের দায়ে গাইবান্ধায় এক জন, নীফামারীতে এক জন, কুড়িগ্রামে তিন জন,লালমনিরহাটে একজন ও পঞ্চগড়ে এক পরীক্ষার্থী বহিষ্কার করা হয়েছে।

উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হারুন-আন-রশিদ মন্ডল এসব তথ্য জানিয়েছেন।

এমদাদুল হক মিলন/এআরএ/পিআর