ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যুবলীগ নেতা হত্যা মামলায় ৪ আসামি কারাগারে

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১১:০৭ এএম, ০৬ এপ্রিল ২০১৭

লক্ষ্মীপুরের কমলনগর চরকাদিরা ইউনিয়ন যুবলীগ নেতা আবদুর রব (৩৫) হত্যা মামলায় ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চরঠিকা গ্রামের ফারুক (২৮), খোরশেদ আলম (৪৯), মো. সুমন (২৮), চর কাদিরা গ্রামের সুমন হোসেন (২৬)।

চরকাদিরা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও কমলনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়। এরপর তার দেয়া তথ্যমতে অপর তিনজনকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত ১১ মার্চ রাতে স্থানীয় যুবলীগ নেতা আবদুর রব ফজুমিয়ারহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে দুর্বত্তরা শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরের দিন ভুলূয়া নদীর পাশের একটি পরিত্যক্ত ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এরপর ১৩ মার্চ নিহতের ছোট ভাই আবদুর রহমান বাদী হয়ে কমলনগর থানায় অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

কাজল কায়েস/এআরএ/জেআইএম