লক্ষ্মীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে জেসমিন আক্তার (৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। দুই সন্তানের জননী জেসমিন ওই গ্রামের দৃষ্টিহীন রাশেদের (৩৮) স্ত্রী।
স্থানীয়রা জানায়, ব্যবসায়ী সিরাজকে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে দেন জেসমিন ও রাশেদ। এর কিছুদিন পর সিরাজ পালিয়ে যায়। সেই থেকে ঋণের টাকার পরিশোধ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এনিয়ে স্থানীয়ভাবে কয়েকবার বৈঠকও হয়। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ফের ঝগড়া হয়। এরই জেরে ধরে রাতের কোনও এক সময় জেসমিন ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জেসমিনের বড় ভাই খোকন বলেন, প্রায়ই রাশেদ আমার বোনকে মারধর করতো। এমনকি দুইবার কাঁথা ও বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টাও করে। যদি আমার বোন আত্মহত্যাও করে তার জন্য স্বামী দায়ী।
অন্যদিকে জেসমিনের স্বামী রাশেদ বলেন, সিরাজের সঙ্গে জেসমিনের পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। দুইবার জেসমিন সিরাজের সঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। গোপনে মুঠোফোনে কথা বলা ও ঋণের টাকার বিষয়ে স্ত্রীর সঙ্গে কাটাকাটি হয়। এতে অভিমান করে জেসমিন আত্মহত্যা করেছে।
লক্ষ্মীপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরেফিন বলেন, ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কাজল কায়েস/এআরএ/এমএস