ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শেখ হাসিনা ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয় : শিল্পমন্ত্রী

প্রকাশিত: ১১:২৩ এএম, ০৮ এপ্রিল ২০১৭

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় এলে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। দেশের উন্নয়ন হয়। দেশের মানুষের শিক্ষা ও চিকিৎসায় আমুল পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের উন্নয়ন বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে।

শনিবার দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলা চত্বরে ’শেখ হাসিনার বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন শেখ হাসিনা তা বাস্তবায়ন করছেন।

শিল্পমন্ত্রী বলেন, শেখ হাসিনা একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলেছেন। মানুষকে এনজিও থেকে সুদে ঋণ নেয়া থেকে রক্ষা করেছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন খানের সভাপতিত্বে আলোচনায় সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান আলহাজ রেজাউল করিম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ।

এ কে এম নাসিরুল হক/আরএআর/জেআইএম