ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে ইংরেজি দ্বিতীয়পত্রে অনুপস্থিত ১২৩২

প্রকাশিত: ০২:০৭ পিএম, ০৮ এপ্রিল ২০১৭

দিনাজপুরে এইচএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয়পত্রে চতুর্থ দিনে ১ হাজার ২৩২ জন অনুপস্থিত ছিল। পাশাপাশি ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় ৯৯ হাজার ৮১৬ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা থাকলেও অংশগ্রহণ করেছে ৯৯ হাজার ৫৮৪ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ১ হাজার ২৩২ জন পরীক্ষার্থী।

এর মধ্যে রংপুরে ২০১ জন,গাইবান্ধায় ১৮৩ জন, নীলফামারীতে ১৫২ জন , কুড়িগ্রামে ১৫৮ জন, লালমনিরহাটে ৯২ জন, দিনাজপুরে ২৫৫ জন, ঠাকুরগাঁওয়ে ১১৫ জন ও পঞ্চগড়ে ৭৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

অপরদিকে অসদুপায় অবলম্বনের দায়ে রংপুরে পাঁচজন, গাইবান্ধায় দুজন, কুড়িগ্রামে দুজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হারুন-আর-রশিদ মন্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন। শনিবারবার ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এমদাদুল হক মিলন/এএম/জেআইএম