বিএনপির মন্তব্য ভাঁওতাবাজি : শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ভারতের সঙ্গে চুক্তির ব্যাপারে বিএনপির নির্দিষ্টভাবে কোনো বক্তব্য নেই বলেই তারা ভাঁওতাবাজি করছে।
শনিবার বিকেলে মাদারীপুরের শিবচরে সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ জিঁউ মন্দিরের শত বছর পূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু মারা যাওয়ার পর ২১ বছর যারা ক্ষমতায় ছিল, তারা ফারাক্কা ও পার্বত্য শান্তি চুক্তিসহ দেশের স্বার্থে কোনো চুক্তিই করেনি। এমনকি সীমান্ত, সমুদ্র চুক্তি ও শান্তি চুক্তিসহ আন্তর্জাতিক ও জাতীয়ভাবে যা কিছু দেশের স্বার্থে করা হয়েছে তা শেখ হাসিনার আমলে হয়েছে বলেও মন্তব্য করেন।
এর আগে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু উপজেলা চত্বরে আয়োজিত ‘শেখ হাসিনার বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, শেখ হাসিনা ক্ষমতায় এলে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে, দেশের উন্নয়ন হয়। বিশ্ববাসীকে আজ শেখ হাসিনার বাংলাদেশ উন্নয়নে তাক লাগিয়ে দিয়েছে।
মন্দিরের সভাপতি অমূল্য কুন্ডুর সভাপতিত্বে এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. বীরেন চন্দ্র শিকদার, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ভারতের কিংবদন্তী কন্ঠ শিল্পি হৈমন্তী শুক্লা, বিখ্যাত বাউল শিল্পি শফি মন্ডল, এসময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আশিকসহ ভারত ও বাংলাদেশের স্বনামধন্য শিল্পীরা।
এ কে এম নাসিরুল হক/এমএএস/আরআইপি