ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিরাইয়ে ট্রাকচাপায় পথচারী নিহত

প্রকাশিত: ০২:৫৪ পিএম, ০৮ এপ্রিল ২০১৭

সুনামগঞ্জের দিরাইয়ে ট্রাকচাপায় চান মিয়া (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার দুপুরে দিরাই উপজেলার সদরে এ ঘটনা ঘটে।

তিনি উপজেলার সন্তোষপুর গ্রামের শুকুর মাহমুদের ছেলে। দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, দুপুরে মালবাহী একটি ট্রাক দিরাই বাজার এলাকা দিয়ে ব্রিজ পার হওয়ার সময় চান মিয়া নামের ওই পথচারীকে চাপা দেয়।

গুরুতর আহতাবস্থায় দিরাই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকসহ ঘাতক চালককে আটক করেছে পুলিশ। আটক চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

রাজু আহমেদ রমজান/এএম/জেআইএম