ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাবেক ইউপি চেয়ারম্যানকে হাতুড়িপেটা

প্রকাশিত: ০২:৫৪ এএম, ০৯ এপ্রিল ২০১৭

নড়াইলে শাহাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোল্যাকে (৭০) হাতুড়িপেটা করেছে এলাকার কিছু যুবক। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার গাড়োচোরা বাজারে এ ঘটনা ঘটে।

আহত কাশেম মোল্যা বলেন, নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গির বিশ্বাসের সঙ্গে দেখা করে গ্রামের বাড়ি সরসপুর যাওয়ার পথে গাড়োচোরা বাজারে পৌঁছতেই পৌরসভার ডুমুরতলা গ্রামের জামশেদ শেখের ছেলে মোহন মিয়া মোহ, হাতেম মিয়ার ছেলে জিয়াউর রহমান জিয়া ও রেজাউল আমার মোটরসাইকেল থামিয়ে গালিগালাজ করে ও হাতুড়ি দিয়ে  মারপিট করে। এসময় আমি রাস্তায় পড়ে গেলে কিছু লোক আমাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।

কাশেম মোল্যার জামাতা শাহাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন পান্না বলেন, স্কুলের খেলাধুলা নিয়ে আগে মারামারি হয়েছিল। সেই ঘটনার মিমাংশার জন্য আমার শ্বশুর নড়াইলের মেয়রের কাছে গেলে মেয়র মিমাংশা করতে ব্যর্থ হন। তাই মেয়র ওদের সঙ্গে দেখা করতে বলেন। পথিমধ্যে তিনি এ হামলার শিকার হন।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মনজুরুল মোর্শেদ মুন বলেন, তার দুই হাটুতে অনেক আঘাত করা হয়েছে। এক্স-রে করতে দেয়া হয়েছে। রিপোর্ট পেলে বোঝা যাবে ভেঙে গেছে কিনা।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত অফিসার দেলোয়ার হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবো।

হাফিজুল নিলু/এফএ/এমএস