ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নকলে সহায়তার দায়ে প্রভাষকসহ তিনজনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৩:১৪ এএম, ০৯ এপ্রিল ২০১৭

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর এইচএসসি পরীক্ষায় নকলে সহায়তার অপরাধে ড. রওশন আলম কলেজের সমাজ কর্ম বিভাগের প্রভাষকসহ ৩ জনের কারাদণ্ড দিয়েছেন আদালত।

শনিবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ২ বছর করে কারাদণ্ড প্রদান করেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, প্রভাষক কেএম কায়সার আহম্মেদ (৪০), জগন্নাথপুর গ্রামের মো. রিয়াজ হোসেন (২৫) এবং ফরদাবাদ গ্রামের নূর মোহাম্মদ (২২)।

জানা গেছে, শনিবার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন পর্যবেক্ষক প্রভাষক কেএম কায়সার আহম্মেদের নিকট বাইরে থেকে রিয়াজ ও নূর মোহাম্মদ মুঠোফোনের মাধ্যমে নকল সরবরাহ করেন। বিষয়টি টের পেয়ে সহকারী কমিশনার (ভূমি) এদের মুঠোফোন জব্দ করে আসামিদের সাজা প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি নিশ্চিত করে বলেন, কেন্দ্রের ভিতর প্রশ্নপত্র থেকে মুঠোফোন ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁসের দায়ে ভ্রাম্যমাণ আদালতে তাদের সাজা দেয়া হয়।

এফএ/এমএস