গাইবান্ধায় ট্রাক চাপায় নিহত ১
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় উল্টে যাওয়া ট্রাকের চাপায় কিরণ মিয়া (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার রাতে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার চাপড়িগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। কিরণ উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকার জামাল মিয়ার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৯টার দিকে ঢাকাগামী টমেটো বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ঙ-৫৫৭১) উপজেলার চাপড়িগঞ্জ এলাকায় স্প্রিড ব্রেকার পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এসময় ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় কিরণ।
এসএস/এআরএস/এমএস