ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় আন্তঃজেলা ডাকাতদলের প্রধানসহ আটক ৪

প্রকাশিত: ০৯:০৭ এএম, ০৯ এপ্রিল ২০১৭

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতদলের প্রধান মানিকুজ্জামান সুমন ওরফে মানিকসহ চার ডাকাত সদস্যকে আটক করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। এসময় ৩টি বিদেশি রিভালবারসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

রোববার দুপুরে র‌্যাব-১২ এর সিও মোহাম্মদ শাহাবুদ্দিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতারকৃত মানিক ঈশ্বরদী শেরশাহ রোডের মৃত আনিছুর রহমানের ছেলে। অন্যরা হলেন, পাবনার ঈশ্বরদীর গোকুলনগর এলাতকার মৃত মনজিল সর্দারের ছেলে মো. মোখলেছ (২৪), কুষ্টিয়া জেলার ভেরামারা থানার খেমিরদিয়া মুনসীপাড়া গ্রামের আমিরুল ইসরামের ছেলে তুষার (৪০) এবং ঈশ্বরদীর ভেলুপাড়ার তফিজ উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৩৫)।

র‌্যাব-১২ এর সিও মোহাম্মদ শাহাবুদ্দিন সংবাদ সম্মেলনে জানান, পাবনা র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মো. রুহুল আমিনের নেতৃত্বে র‌্যাবের একটি দল শনিবার রাতে এজাহার নামীয় পলাতক আসামি আব্দুস সালামকে ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সালামের দেয়া তথ্যানুযায়ী ঈশ্বরদীর শেরশাহ রোড এলাকার একটি বাড়ি থেকে আন্তঃজেলা ডাকাতদলের প্রধান মানিকসহ আরো ৩ জনকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

pabna

এ সময় তাদের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ৫টি ম্যাগজিন, ১৬টি মোবাইল ফোন, ১০টি সিম কার্ড, ছিনতাইকৃত একটি মোটরসাইকেল ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, গ্রেফতাররা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে পাবনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, নাটোর, মেহেরপুর, ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে ডাকাতি, ছিনতাই, খুনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টিরও বেশি মামলা রয়েছে।

একে জামান/এফএ/এমএস