চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র নজরুল কারাগারে
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র জামায়াত নেতা নজরুল ইসলামকে বিস্ফোরক মামলায় কারাগারে পাঠানো হয়েছে। রোববার চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ এনামুল বারী পৌর মেয়রের জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট জোবদুল হক জানান, সদর উপজেলার চামাগ্রামে ২০১৬ সালে একটি বিস্ফোরক উদ্ধারের মামলায় গত ৫ এপ্রিল চার্জগঠনের দিনে আসামি পৌর মেয়র নজরুল ইসলাম আদালতে উপস্থিত না হলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
এই মামলায় পৌর মেয়র নজরুল রোববার দুপুরে জেলা ও দায়রা জজ এনামুল বারীর আদালতে আত্মসমার্পণ করে জামিন আবেদন করেন। আদালত তার জামিন না নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ২ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৩ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৪ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৫ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়