ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কাউখালীতে দুই জেলের অর্থদণ্ড

প্রকাশিত: ১২:২৩ পিএম, ০৯ এপ্রিল ২০১৭

পিরোজপুরের কাউখালী উপজেলায় অভিযান চালিয়ে দুই জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য অধিদফতর ও নৌ পুলিশ। পরে তাদের অর্থদণ্ড করা হয়।

রোববার সকালে কঁচা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় প্রায় পাঁচশ মিটার জাল জব্দ করা হয়। আটকরা হলেন, পিরোজপুরের বেকুটিয়া এলাকার জাহাঙ্গীর হোসেন হাওলাদার (২৮) ও জামিল (২০)।

আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউখালী উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমা।

দণ্ডপ্রাপ্তরা জেলার কাউখালীর বেকুটিয়া গ্রামের জাফর আলী হাওলাদারের ছেলে। উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসান মামুন/এএম/আরআইপি