ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কাল আত্মসমর্পণ করবেন বিএনপি নেতা টুকু

প্রকাশিত: ১২:৫১ পিএম, ০৯ এপ্রিল ২০১৭

অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আগামীকাল সোমবার সকালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করবেন।

রোববার বিকেলে ইকবাল হাসান মাহমুদ টুকুর আইনজীবী অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ছাত্রদল নেতা শহীদ নাজির উদ্দিন জেহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০১০ সালের ১১ অক্টোবর সদর উপজেলার সয়দাবাদের মুলিবাড়িতে ছাত্র গণজমায়াতের আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রদল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন ও তৎকালীন বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। সমাবেশ চলাকালে দ্রুতগতির একটি ট্রেনের নিচে কাটা পড়ে বিএনপির ছয় কর্মী নিহত হন।

এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ট্রেনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। পরে সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন, জেলা যুবলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম হায়দার, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কে.এম সাইফুল ইসলাম, তৎকালীন র‌্যাব-১২ এর ডিএডি আবু বকর সিদ্দীক, বঙ্গবন্ধু পশ্চিম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসলাম আলী, দিনাজপুর জেলার পার্বতীপুর জিআরপি থানা পুলিশের এএসআই গোলাম তৌহিদ, সিরাজগঞ্জ বাজার জিআরপি থানা পুলিশের এএসআই কাজী মো. সাইদুর রহমান বাদী হয়ে পৃথক সাতটি মামলা করেন।

এ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করা হয়।

ইতোমধ্যে মামলাগুলোর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। এর মধ্যে ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে ৩টি মামলা বিশেষ ট্রাইব্যুনাল, ১টি মামলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩টি মামলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চলমান রয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/আরআইপি