চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর নিহত
চট্টগ্রামের বাকলিয়া থানার বৌবাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.আলমগীর (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত নায়েক জাহাঙ্গীর আলম জাগো নিউজকে জানান, আলমগীর নিজ বাসায় বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় ভোরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এসএস/এমএস