ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সিগঞ্জে ৪ হাজার কেজি জাটকা জব্দ

প্রকাশিত: ০২:৩৭ এএম, ১০ এপ্রিল ২০১৭

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মানদীতে অভিযান চালিয়ে ৪ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত পদ্মানদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসকল জাটকা জব্দ করা হয়।

কোস্টগার্ড কমান্ডার (মাওয়া) মো. সাইফুল্লা বাহার জানান, রাত থেকে পদ্মানদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে জেলেদের নৌকা ও নদীতে পেতে রাখা জাল থেকে সমুদয় জাটকা উদ্ধার করা হয়।

পরে উপজেলা মৎস্য অফিসার মো. ইদ্রিছ তালুকদারের উপস্থিতিতে উপজেলার কুমারভোগ এলাকার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/জেআইএম