ব্রাহ্মণবাড়িয়ায় জিহাদি বইসহ তরুণী আটক
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় জিহাদি বইসহ তহুরা ইসলাম চৌধুরী (১৮) নামে এক তরুণীকে আটক করেছে র্যাব।
সোমবার দুপুর ১টার দিকে পৌরশহরের কান্দিপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।
আটক তহুরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মোজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কমান্ডার শেখ নাজমুল আরেফিন পরাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যারা জঙ্গিবাদমূলক কর্মকাণ্ডে সক্রিয় আমরা তাদের একটি তালিক তৈরি করেছি। সেই তালিকায় তহুরার নামও রয়েছে। তিনি জেএমবির একজন সক্রিয় সদস্য এবং ফেসবুকে জঙ্গিবাদে উসকানিমূলক বিভিন্ন পোস্ট লাইক-শেয়ার করতেন। তার বাড়ি সিলেট জেলায়।
তিনি আরও বলেন, আমরা বেশ কিছুদিন ধরেই তাকে পর্যবেক্ষণ করছিলাম। পরে সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়াস্থ তহুরার এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বেশ কিছু জিহাদি বইও উদ্ধার করা হয়েছে।
আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম