গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত
মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনা কলেজছাত্রী আমেনা আক্তার (১৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন। সোমবার দুপুর আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আমেনা আক্তার গজারিয়া কলিম উল্লাহ্ বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী।
এর আগে সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাতকাহনিয়া এলাকায় এই ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় আহতরা হলেন, মনিরুজ্জামান (৪০), মিজানুর রহমান(৪০) শিক্ষার্থী রাহাত উদ্দিন (২৪), রতনা (২৭), নীতাসহ (২৬) আরও তিনজন।
গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এআরএ/এসআর