শিক্ষকের বিরুদ্ধে গৃহপরিচারিকা হত্যার অভিযোগ
দিনাজপুর জিলা স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে দুলালী বেগম (১৪) নামে এক গৃহপরিচারিকাকে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত দুলালী বেগম জেলার বিরামপুর উপজেলার কাটলা গ্রামের রাজা মিয়ার মেয়ে।
সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে এলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর জিলা স্কুলের শিক্ষক মো. আনিসুর রহমান তার বাড়ির গৃহপরিচারিকা দুলালীকে সন্ধ্যায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ধ্রুব জ্যোতি সিনহা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে মো. আনিসুর রহমান গণমাধ্যমকর্মীদের জানান, বাড়ির বারান্দার রেলিংয়ের সঙ্গে ঝুলানো রশিতে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে আহত হয়। এরপর তাকে দ্রুত উদ্ধার করে হাসাপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতয়ালী থানা পুলিশের এসআই বারী বলেন, গৃহ পরিচারিকা দুলালী পড়ে গিয়ে ঘরের দরজায় আঘাত লেগে জ্ঞান হারিয়ে ফেলে বলে তাকে জানিয়েছেন গৃহকর্তা আনিসুর রহমান। তবে নিহত দুলালীর মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড না নিছক দুর্ঘটনা তা ময়নাতদন্তের পরে জানা যাবে।
কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমদাদুল হক মিলন/আরএআর/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ