লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপণী
দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইন স্কুলে ইউনিয়ন পর্যায়ে যুব মহিলাদের নিয়ে বেসিক আইটি/আইসিটি লিটারেসি বিষয়ে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শেষ হয়। এরপর সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার বড়পুকুরিয়া কোল মাইন স্কুলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে সারাদেশের ন্যায় বড়পুকুরিয়া কোল মাইন স্কুলে ১৫ দিনব্যাপী যুব মহিলাদের নিয়ে এই কোর্স সমাপণী ও সনদ বিতরণ অনুষ্ঠান হয়।
বড়পুকুরিয়া কোল মাইন স্কুলের অধ্যক্ষ মো. জাহানদার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রাহেনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯নং হামিদপুর ইউনিয়নের চেয়ারম্যান আ. রহমান কালাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আই সফট্ওয়্যার লিঃ এর সমন্বয়কারি হাদিউর রহমান (দিপু)।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ২০ জন যুব মহিলা। তাদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ ও ৩টি মডেম এবং প্রত্যেককে ভাতা হিসেবে ৩ হাজার টাকা প্রদান করা হয়।
এমজেড/আরআই