ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্কুল থেকে বাড়ি ফেরা হলো না মাসুমের

প্রকাশিত: ১২:১১ পিএম, ১১ এপ্রিল ২০১৭

স্কুল থেকে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের হাতীবান্ধার পারুলিয়া রেল স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্র মাসুম আলীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে স্টেশনের উওর পাশে পাটিকাবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

মাসুম আলী ওই এলাকার আমির হোসেনের ছেলে ও স্থানীয় চাঁন মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

হাতীবান্ধা রেল স্টেশনের মাস্টার নুরনবী সরকার জানান, বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেসে কাটা পড়ে ওই এলাকার ৪৯১/৮ পিলারের নিকট এক শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে।

রবিউল হাসান/এআরএ/এমএস