রাজশাহীতে হেরোইনসহ ব্যবসায়ী আটক
রাজশাহীর গোদাগাড়িতে ২ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ আবদুল লতিফ (৬৫) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে গোদাগাড়ি মডেল থানা পুলিশ। রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাদারপুর পদ্মার চর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আবদুল লতিফ একই এলাকার মৃত আইনুল আলীর ছেলে।
এ ব্যাপারে গোদাগাড়ি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ জানান, হেরোইনের বড় ধরনের চালান আসার খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে মাদারপুর পদ্মার চরে অভিযান চালায়। এসময় আটককৃত আবদুল লতিফের সঙ্গে থাকা ঘাসের বস্তার ভেতর থেকে ২৭টি ছোট ছোট পলিথিনে মোড়ানো ২ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।
পরে তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করাসহ রোববার বিকেলের মধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান এই কর্মকর্তা।
এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি