ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের গুড়িতে ধাক্কা এনার

প্রকাশিত: ০৩:৩১ এএম, ১২ এপ্রিল ২০১৭

ফেনীতে এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের গুড়ির সঙ্গে ধাক্কা দেয়ায় বাসের চার যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এনা পরিবহনের একটি বাস মহাসড়কের স্টারলাইন ফিলিং স্টেশনের সামনে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের গুলির সঙ্গে ধাক্কা দেয়। এতে বাসে থাকা অন্তত ৪ যাত্রী গুরুতর আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত এক যাত্রী বলেন, চালক পুরো রাস্তা বেপরোয়া গাড়ি চালিয়েছেন। তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি কারো তোয়াক্কা করেননি।

মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এফএ/আরআইপি