ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: ০৫:৩০ এএম, ১২ এপ্রিল ২০১৭

পাবনার ঈশ্বরদিতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টায় উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর বোর্ড অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

দাশুড়িয়া-লালনশাহ সেতু অভিমুখি হাইওয়ের তামান্না ফিলিং স্টেশনের সামনে একটি পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক ছানা রহমান (৪৫) নিহত হন।

তার বাড়ি লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করেছে। সড়কে যান চলাচল আবার স্বাভাবিক হয়েছে।

আলাউদ্দিন আহমেদ/এফএ/আরআইপি