সুন্দরবনে বনদস্যু গ্রেফতার
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ বনদস্যু নুর হোসেন বাহিনীর সদস্য শাহিন গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে হরিনগর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
বনদস্যু শাহিন গাজী শ্যামনগর উপজেলার সিংহড়তলি গ্রামের সুরত আলী গাজীর ছেলে।
শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, গোপন সংবাদে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে দস্যুতার কথা স্বীকার করেছে শাহিন গাজী।
আকরামুল ইসলাম/এফএ/পিআর