ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভূমিকম্প : গাইবান্ধায় কৃষকের মৃত্যু

প্রকাশিত: ০২:৪২ পিএম, ২৬ এপ্রিল ২০১৫

দ্বিতীয় দিনের ভূমিকম্পের সময় আতষ্কিত হয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আবদুল আউয়াল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১টা ১২ মিনিটে হঠাৎ করে ভূকম্পন অনুভূত হলে সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চাচীয়া গ্রামে এ ঘটনা ঘটে। আবদুল আউয়াল ওই গ্রামের আমেজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, আবদুল আউয়াল ভূকম্পনের সময় বাড়ির পাশের নিজ ইরি ধানের জমিতে কাজ করছিলেন। হঠাৎ করে ভূকম্পন শুরু হলে তিনি আতষ্কিত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া ভূকম্পন শুরু হওয়ার সময় আতষ্কিত হয়ে ক্লাস রুম থেকে তাড়াহুড়া করে বের হতে গিয়ে সুন্দরগঞ্জ উপজেলার হাজী দবির উদ্দিন কিন্ডার গার্টেন ও আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী আঘাতপ্রাপ্ত হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয় বলে জানা গেছে।

তারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সামাদ খোকা সন্ধ্যা ৭টার দিকে কৃষক আবদুল আউয়ালের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক এহসানে এলাহীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ভূকম্পনে ক্ষয়ক্ষতির খোঁজখবর নেওয়ার জন্য প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা জানান, ভূকম্পন অনুভূত হলেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এমএএস/আরআই