ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভূমিকম্পে বিদ্যালয় ভবনে ফাটল

প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২৬ এপ্রিল ২০১৫

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলাবাজার ইউনাইডেট মাধ্যমিক বিদ্যালয় ভবনে ভূমিকম্পে ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্পের সময় বিদ্যালয়ের দ্বিতীয় তলা থেকে নামতে গিয়ে সাত শিক্ষার্থী আহত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার জাগো নিউজকে জানান, শনিবারের ভূমিকম্পে বিদ্যালয় ভবনে ফাটল দেখা দেয়। তবু ঝুঁকির মধ্যেই রোববারে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছিল। হঠাৎ করে দুপুরে ভূমিকম্পের সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে সাত শিক্ষার্থী পড়ে গিয়ে আহত হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবজাল হোসেন জাগো নিউজকে জানান, রোববার দুপুর ১টা ১২ মিনিটের দিকে প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী ভূমিকম্প হয়েছে। এসময় শিক্ষার্থীরা ভয়ে বিদ্যালয়ের ২য় তলা থেকে হুড়োহুড়ি করে নামতে থাকে। তখন মুসলিমা, সুইটি, অনামিকা ও পুজাসহ সাত শিক্ষার্থী আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এমজেড/এমএএস/আরআই