ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুম্বাইয়ের সিমরান শ্যামনগরে

প্রকাশিত: ০৩:৩০ এএম, ১৪ এপ্রিল ২০১৭

ভারতের মুম্বাইয়ের ষোড়শী কন্যা শেখ সিমরান এখন সাতক্ষীরার শ্যামনগর থানা হেফাজতে। বৃহস্পতিবার তাকে শ্যামনগরের ভেটখালী ব্রিজ এলাকায় পাওয়া যায়। পরে সমাজসেবা কর্মকর্তা পুলিশের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন। সে সহজে হিন্দিতে কথা বললেও পারলেও বাংলায় অল্প-স্বল্প কথা বলতে পারে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, শেখ সিমরানকে ব্রিজের পাশে চলাফেরা করতে দেখে তার পরিচয় জিজ্ঞাসা করলে মেয়েটি বলে, আমাকে তোমরা কৈখালী কালিন্দা নদীর পাড়ে দিয়ে আসো, আমি মুম্বাই যাবো। পরবর্তীতে বিষয়টি প্রশাসনকে জানানো হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মনজুর আলম জানান, এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল রহমান বলেন, জিজ্ঞাসাবাদে মেয়েটি জানিয়েছে আট মাস আগে বেনাপোলের রঘুনাথপুর এলাকায় তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিল সে। বোনের সঙ্গে ঝগড়া হলে সিমরান রাগ করে বাড়ি থেকে চলে আসে। তবে এখানে কিভাবে আসলো তা বলতে পারিনি সে।

শেখ সিমরান বর্তমানে শ্যামনগর থানা পুলিশ হেফাজতে রয়েছে। সঠিক পরিচয় যাচাইয়ের পর তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আকরামুল ইসলাম/এআরএ/এমএস