বান্দরবানে বুদ্ধমূর্তি স্নান, উৎসবে রঙিন পাহাড়
বান্দরবান পার্বত্য জেলার আদিবাসীদের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবের ২য় দিনে বুদ্ধমূর্তি স্নান সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের রাজগুরু বৌদ্ধ বিহার থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এ সময় হাজারও বৌদ্ধ ধর্মাবলম্বীরা খালি পায়ে পবিত্র জল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উজানি পাড়াস্থ সাঙ্গু নদীর তীরে বুদ্ধমূর্তি স্নান অনুষ্ঠানে এসে মিলিত হয়। এ সময় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সহ অনেকে। এদিকে সাঙ্গু নদীর তীরে দেশ ও নিজের শান্তি কামনায় সকলে সমবেত প্রার্থনায় মিলিত হন।
সমবেত প্রার্থনায় ধর্মীয় উপদেশ প্রদান করেন উ চ হ্লা ভান্তে। সমবেত প্রার্থনার পরে সকলে ভগবান বুদ্ধের গায়ে পবিত্র জল ঢালেন। এদিকে আজ রাতে শহরের অলি গলিতে পিঠা উৎসবে মেতে উঠবে জেলার মারমা সম্প্রদায়।
সৈকত দাশ/এএম/পিআর