দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় এক ব্যক্তি আহত হয়েছেন।
শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. ডলার (২৫) ও জালমাছমারী গ্রামের মৃত আজাদ আলীর ছেলে মো. রাজু (২৮)। আহত ব্যক্তি হলেন, একই উপজেলার চরপাঁকা গ্রামের বাবুল হকের ছেলে সাহিন আলী (১৮)।
শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, উপজেলার ছত্রাজিতপুর এলাকায় বিকেল সাড়ে ৪টার দিকে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে মোটরসাইকেল চালক রাজু ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আরেক মোটরসাইকেল চালক ডলার ও আরোহী সাহিনকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডলারকে মৃত ঘোষণা করেন।
আহত সাহিন আলীর অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বলেও জানান ওসি হাবিবুল ইসলাম।
মোহা. আব্দুল্লাহ/এএম/পিআর