ভ্যানচাপায় পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
সড়ক দুর্ঘটনায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের এক ছাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা আড়াইটার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম সুবর্ণা খাতুন কাকন (২২)। তিনি পাবিপ্রবি এর স্থাপত্য বিভাগের তৃতীয় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। পাবনার সুজানগর পৌর এলাকার মো. সেলিমের মেয়ে তিনি।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জয় জানান, নববর্ষ উপলক্ষে সুবর্ণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তার এক বন্ধুর মোটরসাইকেলযোগে ঈশ্বরদীর পাকশীতে বেড়াতে যাচ্ছিলেন।
বেলা আড়াইটার দিকে পাবনা-রাজশাহী মহাসড়কের দাশুড়িয়া বাইপাস মোড় এলাকায় পৌঁছালে একটি পিকআপভ্যান তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার বন্ধু আলামিন আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আহত বন্ধু আলামিনের বাড়িও একই এলাকায়।
একে জামান/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ২ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৩ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৪ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না
- ৫ দেশ পরিচালনায় তিন শর্তে ঐক্যের ডাক দিলেন জামায়াত আমির