ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনব্যাপী নানা আয়োজনে গাইবান্ধায় বর্ষবরণ

প্রকাশিত: ০৩:২৫ পিএম, ১৪ এপ্রিল ২০১৭

দিনব্যাপী নানা আয়োজনে গাইবান্ধায় বর্ষবরণ উৎসব পালিত হয়েছে। বর্ষবরণকে কেন্দ্র করে শোভাযাত্রা, নৃত্য, গান, নাটিকাসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা অনুষ্ঠানের আয়োজন করে।

শুক্রবার সকাল ৮টায় গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে শহরের স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুবব আরা বেগম গিনি। শোভাযাত্রায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা নেচে গেয়ে উল্লাস করেন।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও স্বাধীনতা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুস সামাদ।

শহরের পৌরপার্কের শহীদ মিনার চত্বরে সকাল ৯টায় শিশুদের গল্প, কবিতা, নৃত্য, ছড়া প্রতিযোগিতার আয়োজন করে গাইবান্ধা কবিতা পরিষদ।

Gaibandha

প্রতিযোগিতায় প্রায় ৫০ জন শিশু অংশ নেয়। অনুষ্ঠানে নৃত্য, সংগীত ও নাটিকা প্রদর্শন করে স্থানীয় শিল্পীরা। এছাড়া স্বরচিত কবিতা পাঠ করেন পিটু রশিদ, মাহমুদা বীথি, শাহনাজ আমিন মুন্নি, দীপা সরকার, জাহাঙ্গীর কবির মিলন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি সরোজ দেব।

সকাল ১১টায় শহরের শনিমন্দির রোডস্থ দৈনিক মাধুকর কার্যালয়ে নববর্ষ ও রেডিও সারাবেলার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এরআগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সভাপতিত্ব করেন এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন।

বিকেল ৩টায় পৌরপার্কের শহীদ মিনার চত্বরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা উদীচী শিল্পীগোষ্ঠী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জহুরুল কাইয়ুম।

অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবেশন করে সংগঠনটির নিজস্ব শিল্পীরা। এর আগে সকাল ৯টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়া অন্যান্য উপজেলা পর্যায়ে মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় প্রশাসন, সংস্থা ও সংগঠন।

এএম/পিআর