সাহাবুদ্দিনের বলী খেলাতেও চ্যাম্পিয়ন দিদার বলী
ফাইল ছবি
চট্টগ্রামে পয়লা বৈশাখ উপলক্ষে নগরীর সিআরবি শিরিষতলায় আয়োজিত সাহাবুদ্দিনের বলীখেলায় চ্যাম্পিয়ন হয়েছেন দিদার বলী।
শুক্রবার সন্ধ্যায় মাত্র ১ মিনিট সময় নিয়ে উখিয়ার শামছু বলীকে হারিয়ে কক্সবাজারের দিদার বলী চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন।
পয়লা বৈশাখ উপলক্ষে চট্টগ্রামে প্রধান আকর্ষণ ছিল সিআরবির সাহাবুদ্দিনের বলীখেলা। বিকেল ৫টায় শুরু হয়ে সন্ধ্যায় এই বলীখেলা শেষ হয়। চট্টগ্রামের বিভিন্ন এলাকার প্রায় ৫০ জন বলী এই খেলায় অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, দিদার বলী চট্টগ্রামের ঐতিহ্যবাহী জাব্বারের বলীখেলায় একটানা ১২ বছর ধরে চ্যাম্পিয়ন হয়ে আসছেন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রপি তুলে দেন সিটি মেয়র আজম নাছির উদ্দিন। লক্ষাধিক দর্শক এই খেলা উপভোগ করেন।
এফএ/এমএস