ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে বাসচালককে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত: ০৫:৫১ এএম, ১৫ এপ্রিল ২০১৭

গাজীপুর সিটি করপোরেশনের পূর্বচান্দনা এলাকায় ছুরিকাঘাত করে সুজন ভান্ডারী (২২) নামে এক বাসচালককে খুন করেছে দুর্বত্তরা।

শনিবার ভোরে পূর্ব চান্দনা এলাকায় রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত সুজন ওই এলাকার মো. আলমগীরের ছেলে।

নিহতের বাবা মো. আলমগীর জানান, দীর্ঘদিন ধরে গাজীপুর পরিবহনের বাস চালাতেন সুজন ভান্ডারী। প্রতিদিনের মতো বাসা থেকে শনিবার ভোরে শিমুলতলী এলাকার উদ্দেশে বের হন। রেললাইনের পাশ দিয়ে হেটে পূর্ব চান্দনা বিহারীবাড়ি এলাকায় পৌঁছালে জয় নামে এক যুবক সুজনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এসময় সুজন গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীরা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। পুলিশ ঘটনার তদন্ত করছে।

আমিনুল ইসলাম/এফএ/এমএস