ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিরামপুরে মেলা থেকে ফেরার পথে বাসচাপায় নিহত ২

প্রকাশিত: ০৮:৩৩ এএম, ১৫ এপ্রিল ২০১৭

দিনাজপুরের বিরামপুরে চৈত্র সংক্রান্তির মেলা থেকে ফেরার পথে বাসের নিচে পিষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিরামপুর উপজেলার চাঁদপুর মির্জাপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বিরামপুর ইপজেলার আয়ড়া মোড় এলাকার বিনোদ মুমূ (৪৫) ও নবাগঞ্জ উপজেলারদাউদপুর খয়েরগনি গ্রামের জিসিন্তা (২৫)। তারা দুজনেই ভ্যানের যাত্রী ছিলেন।

পুলিশ জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিরামপুর মির্জাপুর মণ্ডপ থেকে চৈত্র সংক্রান্তির মেলা দেখে ৪/৫ জন দর্শনার্থী ভ্যানযোগে বাড়ি ফিরছিল। পথে চাঁদপুর মির্জাপুর নামক স্থানে ঢাকাগামী কোচ হানিফ এন্টারপ্রাইজ তাদের চাপা দেয়। এতে ভ্যানের যাত্রীরা রাস্তার উপর ছিটকে পড়ে যায়। এসময় কোচটি বিনোদ মুমূ ও জিসিন্তাকে কোচের চাকায় পিষ্ট হয়ে মারা যান।

এ সময় আহত হন আরো দুইজন। আহত অবস্থায় তাদেরকে বিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিরামপুর থানা পুলিশের ওসি মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোচটিকে আটক করে থানায় রাখা হয়েছে।

এমদাদুল হক মিলন/এফএ/আরআইপি