জামিনে এসে আসামিদের হুমকি : এলাকাছাড়া বাদী!
লক্ষ্মীপুরে হত্যাচেষ্টা মামলার আসামিরা জামিনে এসে বাদীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে।
আসামিদের হুমকির মুখে বাদী সুমন পরিবারের সদস্যদের নিয়ে এলাকা ছেড়েছেন। তারা লক্ষ্মীপুর শহরের একটি ভাড়া বাসায় বসবাস করছেন। সুমন ওই গ্রামের প্রবাসী হোসেন আহম্মদের ছেলে।
এ বিষয়ে অভিযোগ করেও প্রতিকার মিলছে না। শনিবার তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে এসব অভিযোগ করেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে নিশাদ ও রিফাত ৪/৫ সহযোগী নিয়ে গত ১১ মার্চ বিকেলে চরমন্ডল গ্রামের সাউদ্যার পুল এলাকায় সুমনকে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে পিটিয়ে এবং শ্বাসরোধ হত্যার চেষ্টা করে। এসময় তারা তাকে এলোপাতাড়ি পিটিয়ে হাতসহ শরীরের বিভিন্ন অংশ জখম করে টাকা ও মুঠোফোন নিয়ে যায়। এ ঘটনায় সুমন সদর থানায় মামলা করলে ক্ষিপ্ত হয়ে উঠে অভিযুক্তরা।
গত ২০ মার্চ আসামিরা জেলা আদালত থেকে জামিন নিয়ে বাদীকে খোঁজাখুঁজি করে। পরে গত ২২ মার্চ আসামিরা সাউদ্যার পুলে গিয়ে সুমনকে মামলা তুলে নিতে প্রকাশ্যে হুমকি দেয়। এ ঘটনা উল্লেখ করে আদালতে আসামিদের জামিন বাতিল করার আবেদন করলে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয় সদর থানার ওসিকে।
পরে হুমকির বিষয়টি তদন্ত করে বাদীর অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে সদর থানার এসআই শামছুল আরেফিন।
এ ব্যাপারে রিফাত জানান, বিদেশের একটি বিষয়ে সুমন তার ক্ষতি করেছে। সেটা নিয়ে বৈঠকে বসতে বললেও তিনি গুরুত না দেয়ায় তাকে সামান্য চড়-থাপ্পড় দেয়া হয়। হুমকি ও এলাকাছাড়া করার অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি।
সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা শামছুল আরেফিন জানান, মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। বাদীকে হুমকি ও ভয়-ভীতি দেখানোর ঘটনায় আদালতে প্রতিবেদনও দাখিল করা হয়েছে।
কাজল কায়েস/এআরএ/জেআইএম