দিনাজপুরে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি
দিনাজপুরে বজ্রপাতে বাবুল হোসেন ( ৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের পশ্চিম চাউলিয়াপট্টি সাধুর ঘাট এলাকার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদফতরের প্রাচীর নির্মাণকালে এ ঘটনা ঘটে। তিনি কাহারোল উপজেলার সুন্দল গ্রামের বাসিন্দা।
দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ওসি রেজওয়ানুর রহিম জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে ঝড়ের সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটলে নির্মাণ শ্রমিক বাবুল হোসেনের শরীর ৯০ ভাগ পুড়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
তার মৃত্যুর সংবাদ পেলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
এমদাদুল হক মিলন/এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ