ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিএনপি নেতাদের দাঁড়াতে বললেন ফখরুল

প্রকাশিত: ০৪:১০ পিএম, ১৫ এপ্রিল ২০১৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, তাই ক্ষতিগ্রস্ত হাওর এলাকাকে এখনও দুর্গত ঘোষণা করেনি। এই অঞ্চলের লাখো কৃষকের ঘরে এখন খাবার নেই, চরম দুঃখে জীবন-যাপন করছে হাওরপাড়ের ক্ষতিগ্রস্ত এসব মানুষ।

শনিবার নেত্রকোনার মোহনগঞ্জ, খালিয়াজুরীর বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে খালিয়াজুরীর বৌয়ালী প্রকাশনাথ পাবলিক উচ্চ বিদ্যালয়ে মাঠে এক সংক্ষিপ্ত পথসভায় এ কথা বলেন তিনি।

তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির সকল নেতাকর্মীকে আহ্বান জানান। সেই সঙ্গে এসব ক্ষতিগ্রস্ত এলাকাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি ও ক্ষতিগ্রস্থ কৃষকদের বিনা সুদে আগামী ফসল পর্যন্ত ঋণ দেয়ার দাবি জানান।

এসময় জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আশরাফ উদ্দিন খান, সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল হকসহ অন্যান্য নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

কামাল হোসাইন/এমএএস/জেআইএম