ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাতিয়ায় আ.লীগ কর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৬:২৬ এএম, ১৬ এপ্রিল ২০১৭

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় আওয়ামী লীগ কর্মী বাহার উদ্দিন ওরফে বাহার সর্দারের (৪০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে হাতিয়ার মেঘনা নদীর তমরুদ্দিন ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বাহার উদ্দিন ওরফে বাহার সর্দার উপজেলার চরকিং ইউনিয়ের দক্ষিণ শুল্যাকিয়া গ্রামের আলী আহাম্মদের ছেলে।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জাগো নিউজকে জানান, নিহত বাহারের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল চরকিং ইউনিয়নে আওয়ামী লীগের দু`গ্রুপের মধ্যে সংঘর্ষে নুরুল আমিন নামে এক আওয়ামী লীগ কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই ঘটনার পর থেকেই বাহার উদ্দিন ওরফে বাহার সর্দার নিখোঁজ ছিলেন।

মিজানুর রহমান/এফএ/পিআর