ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রামগতিতে কোস্টগার্ডের নামে চাঁদাবাজি, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১০:২২ এএম, ১৬ এপ্রিল ২০১৭

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীর জেলেদের কাছ থেকে কোস্টগার্ডের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে মাহফুজ (৪৫) নামের এক জেলেকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চর সেকান্তর এলাকা থেকে চাঁদাবাজির ৮ হাজার টাকাসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় রামগতি কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার তছলিম উদ্দিন বাদী হয়ে রামগতি থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন। জেলে মাহফুজ উপজেলার সবুজগ্রাম এলাকার বাসিন্দা মো.ইউছুফের ছেলে। সে মেঘনা নদীর জেলেদের নৌকার মাঝি।

রামগতি কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার তছলিম উদ্দিন জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশে দেয়া হয়। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কোস্টগার্ডের নামে জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করার অভিযোগ রয়েছে। চাঁদাবাজি করায় তার বিরুদ্ধে মামলা করা হয়।

রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মাহফুজকে কারাগারে পাঠানো হয়েছে।

কাজল কায়েস/এএম/আরআইপি