হাঁটু পানিতে বৈশাখী মেলা
বৈশাখী ঝড়ে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে বৈশাখী মেলা তছনছ হয়ে গেছে। দুমড়ে-মুচড়ে গেছে মেলার স্টলগুলো। মাঠে জমেছে হাঁটু পানি।
শনিবার বিকেলের বৈশাখী ঝড় ও রোববারের বৃষ্টিতে এ পরিস্থিতি হয়েছে। তবে মেলা কমিটি আবারও মেলার আয়োজন করার চেষ্টা করছে।
প্রতি বছরের মতো দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশে বৈশাখী উৎসব পরিষদ ও জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয় সপ্তাহব্যাপী বৈশাখী মেলা। মেলায় বিভিন্ন স্টলের পাশাপাশি শহীদ মিনারের বেদিতে চলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠান।
এবারের মেলায় বাড়তি দৃষ্টি কেড়েছিল বহুজাতিক কোম্পানি প্রাণ-আরএফএল। কিন্তু গত শনিবার বিকেলের বৈশাখী ঝড় ও রোববারের বৃষ্টিতে মেলা পুরোপুরি লণ্ডভণ্ড হয়ে যায়। মেলার দ্বিতীয় দিনে এই চিত্র মানুষের মনকে পীড়া দিয়েছে।

রোববার দুপুরের পর মাঠে আসা দর্শনার্থীরা হতাশ হয়ে ফিরে যান। মেলা আর হবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ ব্যাপারে জেলা প্রশাসন ও বৈশাখী উৎসব পরিষদ কর্তৃপক্ষ জানায়, বাঙালির প্রাণের মেলা আবারও চালু করার চেষ্টা চলছে।
বৈশাখী উৎসব পরিষদের সদস্য ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল জানান, মেলা হবে। আমরা আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। প্রয়োজনে মেলার সময় বৃদ্ধি করা হবে।
প্রাণ-আরএফএল এর দিনাজপুরের সমন্বয়কারী মানিক জানান, মেলায় প্রাণ-আরএফএল এর যে ১১টি স্টল দেয়া হয়েছিল তা ঝড়ে ভেঙে গেছে। নতুন করে মেলা আয়োজন করা হবে কি না এখনও মেলা কমিটি থেকে কোনো সিদ্ধান্ত পাইনি। তবে মেলা হলে আমরাও ঘুরে দাঁড়াব।
এমদাদুল হক মিলন/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ