টাঙ্গাইলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা নিহত
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পৌর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন। রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
এ প্রসঙ্গে ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম আরা রিনি জানান, বৈশাখী মেলা উপলক্ষে জমিদার বাড়ির পাশে গ্যাস দিয়ে বেলুন ফুলিয়ে বেলুন বিক্রি করছিলেন ওই ব্যক্তি।
রোববার বিকেল ৪টার দিকে বিকট শব্দে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।
আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি