মদন উপ-নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
নেত্রকোনার মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. আব্দুল কদ্দুছ ও বিএনপি সমর্থিত প্রার্থী মো. রফিকুল ইসলাম আকন্দ মনোনয়নপত্র দাখিল করেছেন।
তাদের দলীয় নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকদের নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে রোববার ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মো. জহিরুল হকের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন তারা।
মদন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা জহিরুল হক জাগো নিউজকে বলেন, আগামী ১৬ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এই উপজেলায় পুরুষ ৫৪ হাজার ৭০ জন, মহিলা ৫৩ হাজার ২৮৭ জনসহ মোট ১ লাখ ৭ হাজার ৩৫৭ জন ভোটার রয়েছেন।
উল্লেখ্য, মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এম এ হারেছ ইন্তেকাল করায় চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
কামাল হোসাইন/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান