ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় বৃদ্ধার আত্মহত্যা

প্রকাশিত: ০৬:০৩ এএম, ১৭ এপ্রিল ২০১৭

সাতক্ষীরা সদরের মাহমুদপুর গ্রামে সবিতা রানি মন্ডল (৫৮) নামের এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে। সবিতা রানি ওই গ্রামের মৃত কালিপদ মন্ডলের স্ত্রী।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, সকালে সাড়ে ৮টার দিকে ঘটনাটি জানার পর তাৎক্ষণিক এএসআইকে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত ভাবে বলা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

আকরামুল ইসলাম/এফএ/জেআইএম