চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনে দায়ের করা মামলায় আঙ্গুর (৩৫) নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইবুন্যাল-২ এর বিচারক জিয়াউর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আঙ্গুর শিবগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের হেনার ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে আদালতের এপিপি অ্যাডভোকেট আঞ্জুমানারা বেগম জানান, ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর শিবগঞ্জের মনাকষা মোড়ে পুলিশের নিয়মিত টহলের সময় তল্লাশি চালিয়ে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ আঙ্গুরকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় ওই দিনই শিবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
শিবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সবুর ওই বছরের ৩১ অক্টোবর অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানি ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আদালত আজ এ রায় দেন।
মোহা. আব্দুল্লাহ/আরএআর/এমএস