প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র ছাত্রলীগকে রুখে দিতে হবে
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, প্রধানমন্ত্রীর দেশব্যাপী উন্নয়নকে সহ্য করতে না পেরে জঙ্গিমাতা খালেদা সকল কাজের বিরোধিতা করছেন। দেশে বিভিন্ন জায়গায় জঙ্গিবাদ উস্কে দিয়ে খালেদা ও তার ছেলে তারেক জিয়া ফয়দা হাসিলের চেষ্টা করছেন।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু দেশের ক্রান্তিকালে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন। ঠিক একইভাবে দেশের উন্নয়নে ছাত্রলীগের সকল নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়তে হবে।
মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশে এসব কথা বলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি।
সাইফুর রহমান সোহাগ বলেন, বঙ্গবন্ধু নেই তার আদর্শকে ধারণ করে তার কন্যার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, তা ছাত্রলীগের নেতাকর্মীদের রুখে দিতে হবে। বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়তে ছাত্রলীগের কাজ করতে হবে।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম রসুল বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফয়সাল আমীন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসফাক আবির হাওলাদার, উপ ত্রাণবিষয়ক সম্পাদক জি এম শরিফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসান হাবীব অয়ন, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান, সাবেক ছাত্রলীগের সভাপতি কাজী আক্তার হোসেন ও শেখ জুয়েল হাসান প্রমুখ।
আকরামুল ইসলাম/এএম/আরআইপি